এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে তার মধ্যেই বৃহস্পতিবার আদালতে তাঁর মামলার শুনানি ছিল। সেখানে ইডির তরফ থেকে জানানো হয়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যথেষ্ট প্রভাবশালী। তাঁকে সিসিটিভির নজরদারিতে রাখা হোক। সেই আর্জির মেনেই সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। ফলে এসএসকেএম হাসপাতালেও নিস্তার নেই জ্যোতিপ্রিয়ের। সিসিটিভি মনিটরিংয়ের মধ্যে কড়া নজরদারিতেই তাঁকে রাখা হবে। সেই ফুটেজ ইডির আধিকারিকদের কাছেও পৌঁছে যাবে। তাঁর ওপর থাকবে সর্বক্ষণের দৃষ্টি।
এদিকে, জ্যোতিপ্রিয়ের আইনজীবী মন্ত্রীর স্বাস্থ্য প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন। কিডনিতে সমস্যা রয়েছে তার। সঠিক চিকিৎসা করার আর্জি জানানো হয়েছে বিচারকের সামনে। এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার মেরুদণ্ডের একটি পরীক্ষা হতে পারে মন্ত্রীর। তাঁর রক্তের চাপ এখন স্বাভাবিক আছে। তবে ইনসুলিন ও অন্যান্য ওষুধপত্র নিয়মিত চলছে। আইসিইউতে মন্ত্রীকে রাখা হয়েছিল মাঝে দিন কয়েক। গতকালই আবার কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই এখন আপাতত থাকবেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় থাকবেন তিনি। সেই ফুটেজ ইডির আধিকারিকরাও পাবেন। এমন নির্দেশই দেওয়া হয়েছে। তাহলে কি হাসপাতালে গিয়েও নিস্তার পেলেন না জ্যোতিপ্রিয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।