ফের ঘনিয়ে এল দুর্যোগের আবহ। সম্প্রতিই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। তবে শক্তি বাড়িয়ে পরে গতি পরিবর্তন করতে পারে। ধীরে ধীরে তা উত্তর পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার মিগজাউম নামক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এই ঘূর্ণিঝড় কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও পাকাপাকি কোনও খবর মেলেনি। ওদিকে বঙ্গের আবহাওয়ার নিয়মিত ভোলবদল হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেই আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনও রয়েছে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
প্রসঙ্গত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা গুলিতে ঠান্ডা অনুভূত হবে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার সেরকম হেরফের হবে না। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা।