বুধবার ধর্মতলায় ছিল ‘শাহি’ সমাবেশ। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষণ শুনতে দূর দূরান্ত থেকে এসেছিলেন বিজেপি কর্মীরা। তবে অমিত শাহ যখন মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা মা ক্যান্টিনেই খাবার খেয়ে খিদে মেটালেন পদ্ম কর্মী-সমর্থকরা! আসলে বঙ্গ বিজেপি যেটুকু খাবারের ব্যবস্থা করেছিল তা পর্যাপ্ত ছিল না। আর এই পরিস্থিতিতে শাহের সভা চলাকালীন ভরদুপুরে ভাত-সবজি-ডিম মুখে তুলে দিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের খিদে মেটাল মমতার মা ক্যান্টিন।
প্রসঙ্গত, গতকাল ধর্মতলায় অমিত শাহের মেগা সভায় ভিড় বাড়াতে দূর-দূরান্ত থেকে লোক নিয়ে আসা হয়েছিল। তাই দূরবর্তী জেলা থেকে সভা মঞ্চে পৌঁছে অনেক বিজেপি কর্মীই ছিলেন ক্লান্ত। অনেকের পেটেই খাবার জোটেনি। তাই খিদের জ্বালা মেটাতে তাঁদের দেখা গেল ‘মা ক্যান্টিন’-এর ভাত খেতে। একের পর এক বিজেপি কর্মী-সমর্থক হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে তোলা মা ক্যান্টিনের খাবার। এমনকী ৫ টাকা দিয়ে খাওয়া সেই গরম খাবার যে বেশ সুস্বাদু তাও বলে গেলেন ক্যান্টিনে থাকা কর্মীদের।