ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতলেও মঙ্গলবার তৃতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত। তবে ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরান। প্রথম ম্যাচে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর মঙ্গলবার শতরান করেছেন। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই প্রথম শতরান রুতুরাজের। ভারতের পঞ্চম ওপেনার হিসাবে এই ফরম্যাটে শতরান করলেন তিনি। এর আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের এই কৃতিত্ব রয়েছে। তৃতীয় ম্যাচে রুতুরাজ ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন। ১৩টি চার এবং ৭টি ছয় মেরেছেন তিনি।
উল্লেখ্য, এদিন প্রথম দিকে রুতুরাজের শুরুটা খুব একটা ভাল হয়নি। কিন্তু শেষ দিকে ব্যাটে ঝড় তোলেন তিনি। অ্যারন হার্ডির ওভারে ২৪ রান নেন। শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বোলিংয়ে ৩০ রান নেন। শেষ ওভারেই শতরান করেন রুতুরাজ। ম্যাক্সওয়েলকে ছয় মেরে সেই শতরান আসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এই প্রথম ভারতের কোনও ব্যাটার শতরান করলেন। প্রসঙ্গত, ভারতীয় ওপেনার হিসাবে যাঁরা শতরান করেছেন, তার মধ্যে রোহিতের একারই চার বার শতরান রয়েছে। শুভমন, বিরাট, যশস্বীর একটি করে শতরান রয়েছে। রুতুরাজের শতরানে স্বাভাবিকভাবেই আশ্বস্ত হতে পারে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওপেনার ভারতের অন্যতম ভরসা হতে পারেন বলেই মনে করছেন ক্রিকেট-বিশেষজ্ঞরা।