বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহের সভা৷ এদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজও বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে চলবে তৃণমূলের অবস্থান কর্মসূচি। গত সপ্তাহে তৃণমূলের বিশেষ অধিবেশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আন্দোলনে নামবে দল। সেই মতই আজও অবস্থানে বসবেন দলের বিধায়করা। কালো পোশাক পরে আসবেন বিধায়করা। এই কর্মসূচি ৩০ তারিখ অবধি চলবে।
প্রসঙ্গত, দলনেত্রীর নির্দেশে বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র করছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে আজ, বুধবার বিধানসভায় কালো পোশাক পরে যাবেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিজেপির কাছ থেকে জবাব চাইবেন, কেন ঘৃণ্য চক্রান্তে বাংলার মানুষের ন্যায্য পাওনা আটকে রাখা হয়েছে। কলকাতায় ভাষণ দিতে আসছেন অমিত শাহ। তাঁর কাছেও জবাব চাইবে তৃণমূল। একইসঙ্গে বিধানসভায় চলবে অবস্থান কর্মসূচি।