আজ, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আবহে পুরনো পেনশন স্কিম বা ওপিএস সংক্রান্ত কর্মচারীদের দাবি আরও তীব্র হয়েছে বিজেপি শাসিত রাজ্যে।
এই আবহে সরকারি কর্মচারীদের ফোরাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দাবি করেছে যাতে সরকার পেনশন নীতি পর্যালোচনা করে এবং নতুন পেনশন স্কিম বা এনপিএস প্রত্যাহার করে। বদলে দেশে যেন পুরানো পেনশন স্কিম বা ওপিএস কার্যকর করা হয়। এই আবহে সরকারি কর্মীদের তরফ থেকে মোদীকে এক লাখ পোস্টকার্ড পাঠানো হয়েছে।
বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম এবং পুরোনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রেই সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করেছে। এই আবহে গত অক্টোবরে ‘পেনশন শঙ্খনাদ মহাব়্যালি’-র ডাক দেওয়া হয়েছিল। সরকারি কর্মীদের বক্তব্য, এনপিএস-এর অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তারা। এই আবহে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীদের দাবির পক্ষে মত দিয়েছেন। এদিকে কর্ণাটকের কংগ্রেস সরকারও ওপিএস কার্যকর করার জন্যে কমিটি গঠন করেছে।
কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে – এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। যা নির্ধারিত ছিল। সেইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও মিলত এতে।