আদানিকে টপকে কর্ণাটকের কেনি বন্দরের পরিকাঠামো উন্নয়নের টেন্ডার জিতে নিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। প্রায় ৪১১৯ কোটি টাকার টেন্ডার পেয়েছে এই সংস্থা। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক পোর্ট কোম্পানি জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার।
গৌতম আদানি পরিচালিত আদানি গ্রুপকে বলে বলে গোল দিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। কংগ্রেস শাসিত কর্ণাটকে টেন্ডার জিততে পারল না আদানি গোষ্ঠী। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
প্রস্তাবিত কেনি বন্দর। প্রাথমিকভাবে কয়লা পরিবহণের জন্য় এটা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে লৌহ আকরিক, চুনাপাথর, ডলোমাইট পরিবহণের কাজে এটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। কিন্তু এই বন্দরের চাহিদা আরও বৃদ্ধি পাওয়ার জেরে বর্তমানে গভীর বন্দর তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই নিরিখে বন্দরের পরিকাঠামো বৃদ্ধির দিকে নজর।
জয়েন্ট এমডি অ্যান্ড সিইও জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার অরুণ মহেশ্বরী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভর্তুকি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই আমরা কেনি বন্দরের পরিকাঠামো বৃদ্ধির কাজ শুরু করে দেব। এটা হল ওই রাজ্যের বাণিজ্যিক দরজা।