গত বুধবার ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে সাত উইকেট নিয়ে এই মুহূর্তে দেশবাসীর ঢালাও প্রশংসা কুড়োচ্ছেন মহম্মদ শামি। এই আবহেই কংগ্রেস নেতা শ্রীনিবাস বিভি এবার সকলকে ২০২১ সালের কথা মনে করিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, ওই বছর ভারত পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় শামিকে নানাভাবে ট্রোল করা হয়েছিল। সেই সময় একমাত্র রাহুল গান্ধীই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি টুইটে জানিয়েছিলেন, মহম্মদ শামি আমরা আপনার পাশে রয়েছি। এই মানুষগুলো ঘৃণায় ভর্তি।
আসলে কেউ তাদের ভালবাসা দেয় না। ওদের ক্ষমা করে দিন। সেই টুইটটি ফের রিটুইট করে শ্রীনিবাস বিভি লিখেছেন, “আজ থেকে কিছু বছর আগে যখন ভক্তরা হিন্দু-মুসলিমের ঘোল খেয়ে মহম্মদ শামিকে গালিগালাজ করছিলেন, তখন একমাত্র রাহুল গান্ধী তাঁর পাশে ছিলেন’। উল্লেখ্য, ২০২১ সালে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শামির দিকে ধেয়ে এসেছিল নানা কটাক্ষ। তাঁর ধর্মকেও টেনে আনা হয়েছিল। তবে এবারের বিশ্বকাপে সেই শামিকেই মাথায় তুলে নাচানাচি চলছে।