মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এবার তাতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ময়দান এলাকায় মেট্রো স্টেশনের কাজ করার জন্য নতুন করে কোনও গাছ কাটা যাবে না।
একই সঙ্গে আদালত জানিয়েছে, মেট্রো রেলের কাজ বন্ধ রাখার প্রয়োজন নেই। কাজ যেমন চলছে চলবে। কাজ করতে গিয়ে যদি নতুন করে গাছ কাটার প্রয়োজন হয় তবে বন দফতরের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে আরভিএনএলকে। এই মামলায় বন দফতর ও রাজ্যকে যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি, ৭০০ গাছ কাটার জন্য বন দফতরের অনুমতি রয়েছে কি না, তা নিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে তিনবার আরটিআই করা হলেও কোনও জবাব মেলেনি। শুধুমাত্র সরঞ্জাম রাখার জন্য প্রায় ২০০টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে মোট ৭০০টি গাছ কাটা হলে ওই চত্বরের পরিবেশের উপর যথেষ্ট প্রভাব পড়বে।