এবার প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়ল চন্দ্রযান-৩ রকেটের একটি অংশ। ইসরো জানিয়েছে, ভারতীয় সময় বুধবার দুপুর ২টো ৪২ মিনিট নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এলভিএম৩ এম৪ লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি। জানা গিয়েছে, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ১২৪ দিনের মধ্যেই এই যন্ত্রাংশটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং উত্তর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। জানা গিয়েছে, চন্দ্রযান ৩ উৎক্ষেপণের পর যখন সেটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়, তারপরই ‘প্যাসিভ’ হয় এলভিএম৩ এম৪ লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজটি। ‘ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি’র সুপারিশ অনুযায়ী সেই কাজ চলে বলেই ইসরো জানিয়েছে।
পাশাপাশি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানায়, এলভিএম৩ এম৪ লঞ্চ ভেহিকেলের আপার ক্রায়োজেনিক স্টেজে যত জ্বালানি ছিল তা মহাকাশেই ‘ত্যাগ’ করা হয়। যখন এই যন্ত্রাংশটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ভূপতিত হয়, তখন যাতে বিস্ফোরণ না ঘটে এবং বড় ধরনের কোনও ক্ষতি না হয়, তার জন্যেই এই পদক্ষেপ। ইসরো জানিয়েছে, ‘প্যাসিভেশন’ এবং মিশন পরবর্তী ‘ডিসপোজাল’ করা হচ্ছে আন্তর্জাতিক গাইডলইন মেনেই। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ভারত যে দীর্ঘ মেয়াদে স্থায়িত্ব অর্জন করতে চায়, এটি সেই লক্ষ্যের প্রতিফলন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।