মোহনবাগানের ‘অমর একাদশ’-ই ভারতীয় ফুটবলের মুখ – স্বীকৃতি খোদ ফিফার
ফিফার স্বীকৃতি পেল মোহনবাগানের অমর একাদশ। আজ বৃহস্পতিবার ফিফার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা হল মোহনবাগানের আইএফএ শিল্ডজয়ী ‘অমর একাদশে’র ছবি। সঙ্গে লেখা, ‘১০৮ বছর আগে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের এঁরাই তারকা।’
আর কিছুক্ষণ পরেই দুবাইয়ের মাঠে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবেন সুনীল-জেজেরা। তার কয়েক ঘণ্টা আগে ফিফার তরফে এল এই বার্তা। যা সুনীলদের তাতিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ফিফার এই পোষ্টে ভারতের এই ম্যাচের কথাও উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, ‘প্রথম ম্যাচে তাইল্যান্ডকে ৪-১ গোলে হারানোর পর নিশ্চয় এ দিনও জয়ের জন্য মুখিয়ে থাকবে ভারত।’
১৯১১ সালে অবিভক্ত ভারতে নেটিভ ক্লাব হিসেবে খেলেছিল মোহনবাগান। ফাইনালে খালি পায়ে ইস্ট-ইয়র্কশায়ার রেঞ্জার্সদের ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। গোল করেছিলেন অধিনায়ক শিবদাস ভাদুড়ী ও অভিলাষ ঘোষ। সেদিনের খেলা শুধু ফুটবল ছিল না। ছিল সবুজ মাঠে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ। ছিল যাবতীয় অত্যাচারের জবাব। যার নেতৃত্বে ছিলেন ১১ জন বাঙালি। শিবদাস ভাদুড়ী, বিজয়দাস ভাদুড়ী, রেভারেন্ড সুধীর চট্টোপাধ্যায়, অভিলাষ ঘোষ, হীরালাল মুখোপাধ্যায়, ভূতি সুকুল, মনমোহন মুখোপাধ্যায়, নীলমাধব ভট্টাচার্য্য, রাজেন্দ্রনাথ সেনগুপ্ত, জ্যোতিন্দ্রনাথ ( কানু ) রায়, শিরীষচন্দ ( হাবুল ) সরকারদের মরণপণ সংগ্রাম। সেই সংগ্রামকেই স্বীকৃত দিল ফিফা।