কর্ণাটেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মুখে বড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত৷ ভোটের মুখে সে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি৷ আর তাঁর দলের নয়, তিনি বললেন বিজেপির কথা৷ বললেন, একসময়ে কংগ্রেসের সঙ্গী জেডিএস যে কোনও সময় বিজেপির সঙ্গে জুড়ে যেতে পারে৷ তাঁদের সমস্ত চরিত্র বিসর্জন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন করতে পারে জেডিএস৷ জেডিএসকে তাঁর আরও পরামর্শ দলের নাম থেকে সেকুলার শব্দটি যেন বাদ দিয়ে দেয়, কারণ তাঁরা আর সেকুলার নয়৷
তিনি বলেছেন, ‘আগামী দিনগুলিতে দেশে ও রাজ্যে রাজনৈতিক মেরুকরণ ও ভোটের মেরুকরণ হতে চলেছে৷ তার একদিকে থাকবে মৌলবাদী শক্তি, অন্যদিকে থাকবে ধর্ম নিরপেক্ষ শক্তি৷ বিজেপি কখনই নিজের হিন্দুত্বের পরিকল্পনা থেকে বেরিয়ে আসবে না বা হিন্দুরাষ্ট্রের পরিকল্পনা ছেড়ে দেবে না৷ বরং দেবেগৌড়ার পরিবার সেই পরিকল্পনায় যোগ দিয়েছে৷’ বেঙ্গালুরুতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি৷
তিনি বলেন, ‘এটি (জেডিএস) একটি পারিবারিক পার্টি বা দল৷ আমি অবাক হব না, যদি আগামীদিনে জেডিএস বিজেপির সঙ্গে মিশে যায়৷ যতদিন দেবেগৌড়া আছেন, ততদিন এই দল আলাদা থাকবে কিছু রাজনৈতিক কারণে, কিন্তু তাঁর অবর্তমানে কী হবে, তা বলা মুশকিল৷’ জেডিএস-এর কুমারস্বামী বিজেপির সঙ্গে তাল মিলিয়ে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে, সেই সূত্রেই এ কথা বলেছেন তিনি৷