মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিধানসভা ভোটের ঠিক ২ দিন আগে এদিন ঝাড়খণ্ড থেকে পিএম কিষাণ সম্মান নিধি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পে সুবিধা পাবেন ৮ কোটি কৃষক। এদিকে, নির্বাচনী বিধি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর রয়েছে ভোট।
কংগ্রেসের জয়রাম রমেশের প্রশ্ন, ঘোষণার ‘এই পিছিয়ে দেওয়া কি জেনে বুঝে করা হয়েছে? তাঁর প্রশ্ন, ‘পিএম কিষাণ-এর অধীনে ১৫ তম কিস্তি আজ অর্থাৎ ১৫ নভেম্বর, ২০২৩-এ আসছে। এখন যখন ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে দুই দিনে, রাজস্থানে ১০ দিনে এবং তেলেঙ্গানায় ১৫ দিনের মধ্যে নির্বাচন হতে চলেছে, তখন ১৫ তম কিস্তি হচ্ছে আজ মুক্তি।’
পূর্ব নিরধারিত পরিকল্পনা মাফিক এদিন ঝাড়খণ্ড থেকে পিএম কিষাণ নিধি যোজনার ১৫ তম কিস্তির বরাদ্দ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৮ কোটি কৃষক পেতে চলেছেন এই বড় সুবিধা। এই প্রকল্পের হাত ধরে অ্যাকাউন্টে আসার কথা ২ হাজার টাকা। এই প্রকল্পের হাত ধরে সুবিধাভোগী কৃষকদের হস্তান্তর করা মোট টাকার পরিমাণ ২.৮০ লক্ষ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে কারা এবার এই সুবিধা থেকে বঞ্চিত হলেন? তারও রয়েছে তথ্য।
ঝাড়খণ্ডের খুন্তি থেকে বিরসা মুণ্ডা জয়ন্তী উপলক্ষ্যে আদিবাসী গর্ব দিবসের অনুষ্ঠানে এই বরাদ্দের ঘোষণা করেছেন মোদী। পিএম কিষাণ সম্মান নিধির ১৫ তম কিস্তির হাত ধরে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা যাচ্ছে। তবে এই প্রকল্পের আওতায় যে ১২ কোটি কৃষকদের নাম রয়েছে, তাঁদের মধ্যে ৪ কোটির নাম বাদ যাচ্ছে। ভুয়ো নথি দেখিয়ে অনেকেই এই সুবিধা ভোগ করছিলেন নাম রেজিস্টার করে। পরে সরকারের তরফে কড়াকড়ির জেরে সেই কৃষকদের ভুয়ো নথি ধরা পড়তেই ৪ কোটির নাম বাদ যায়। এই ৪ কোটির নাম বাদ যেতে ১৫ তম কিস্তি ধরে চার কিস্তিতে মোট ৪৬ হাজার কোটি টাকা বাঁচিয়েছে সরকার।