দীপাবলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি আলোকিত হল চুরি করা বিদ্যুতে? গুরুতর অভিযোগ কর্নাটক কংগ্রেসের। দীপাবলি উপলক্ষে বেঙ্গালুরুর জেপি নগরে তাঁর বাসভবন আলোর মালা দিয়ে সাজিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দল (সেকুলার) দলের রাজ্য সভাপতি এইচডি কুমারস্বামী।
মঙ্গলবার (১৪ নভেম্বর), রাজ্যের শাসক দল কংগ্রেস অভিযোগ করেছে, এর জন্য বেআইনিভাবে সরকারি শক্তি উৎস থেকে বিদ্যুৎ চুরি করেছেন কুমারস্বামী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, কুমারস্বামীর জেপি নগরের বাড়ির আলোকসজ্জার একটি ভিডিয়ো পোস্ট করে, এই গুরুতর অভিযোগ করেছে কংগ্রেস। এই প্রেক্ষিতে কুমারস্বামীর তীব্র সমালোচনা করেছে শাসক দল। প্রসঙ্গত, ২০১৮ সালে কংগ্রেসের সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু, সরকারের পতনের সঙ্গে সঙ্গে জোটও ভেঙে গিয়েছিল। সম্প্রতি জেডি(এস) বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিয়েছে।
কংগ্রেসের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, দীপাবলির রাতে আলোয় আলোময় কুমারস্বামীর বাসভবন। কিন্তু, দেখা যাচ্ছে, তার জন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে রাস্তার এক হাইটেনশন তারের পোস্ট থেকে। ভিডিয়োটির সঙ্গের ক্যাপশনে কংগ্রেস বলেছে, ঘর সাজাতে বিদ্যুৎ চুরির করার মতো নিম্ন স্তরে নামা উচিত হয়নি কুমারস্বামীর। কুমারস্বামীকে কটাক্ষ করে তারা বলেছে, কংগ্রেস সরকার প্রতিমাসে বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ দিচ্ছে, ২০০০ ইউনিট করে নয়। কংগ্রেস আরও বলেছে, সাংবাদিক সম্মেলন করে কুমারস্বামী বলেছেন, ‘কর্নাটক অন্ধকারে আছে’। চুরি করা বিদ্যুত দিয়ে নিজের ঘর সাজানোর পরও কি তিনি একই কথা বলবেন? তাদের আরও অভিযোগ, কৃষকদের বিদ্যুৎ চুরি করেছেন কুমারস্বামী।
কংগ্রেসের এই অভিযোগ প্রকারান্তরে মেনে নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অবশ্য দাবি করেছেন, এর জন্য তিনি দায়ী নন। তিনি জানিয়েছেন এক বেসরকারি ডেকরেটার সংস্থাকে তিনি দীপাবলির সময় তাঁর বাসভবন সাজানোর দায়িত্ব দিয়েছিলেন। তারাই এই বিদ্যুৎ চুরির করেছে। তবে, এই ব্যাখ্যা দিয়ে রক্ষা পাচ্ছেন না কুমারস্বামী। কংগ্রেস অভিযোগ করেছে, বিষয়টিকে তিনি লঘু করে দেখানোর চেষ্টা করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে এর জন্য তাঁর লজ্জা হওয়া উচিত। শাসক দলের আরও অভিযোগ, একইভাবে ভবিষ্যতেও লুঠপাটকে সমর্থন করবেন কুমারস্বামী।