লোকসভা ভোটের আগে এবার ফের মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। সাফ জানিয়ে দিলেন, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে দলের ফল একুশের নির্বাচনের থেকেও খারাপ হতে চলেছে। যদিও তিনি এটা বলে দেননি যে, সেই খারাপ ফলের মধ্যেও বিজেপি বাংলা থেকে কটি আসনে জয়ী হবে।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে তথাগত লেখেন, ‘নির্বাচনে নামার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ শতাংশ মুসলমান ভোট আঁচলে বেঁধে নামেন। অতএব, পশ্চিমবঙ্গে বিজেপির একমাত্র উপায় হচ্ছে ৭০ শতাংশ হিন্দু ভোটকে একত্রিত করা। এই সরল সত্যটিকে না বুঝে অঞ্চল কমিটির প্রেসিডেন্ট আর মণ্ডল কমিটির সেক্রেটারিকে হবে তা নিয়ে মেতে থাকলে অবস্থা ২০২১-এর চাইতেও খারাপ হবে।’ এর থেকেই স্পষ্ট বঙ্গ বিজেপির সংগঠনের বেহাল দশা ও দলের নেতাদের মধ্যে পদপ্রাপ্তি ঘিরে বেড়ে ওঠা গোষ্ঠীকোন্দলের ঘটনাকেই নিশানা করেছেন তথাগত।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী তথা দলের কেন্দ্রীয় নেতৃত্ব কেউই তথাগতকে বা তাঁর মতামতকে এখন আর পাত্তা দেন না। কিন্তু মাঝেমধ্যেই এই ধরনের পোস্ট করে তথাগত বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলে দেন। এই যেমন সপ্তাহ খানেক আগেই রাজ্য বিজেপি নেতৃত্ব ‘পদ’ নিয়েই মেতে রয়েছেন বলে দাবি করেন তিনি। জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনে জন্য যখন আর হাতেগোনা কয়েক মাস বাকি রয়েছে তখনও তৃণমূলের বিরুদ্ধে প্রচারে ঝড় তোলার জন্য একটি নির্দিষ্ট ইস্যুও বঙ্গ বিজেপির হাতে নেই।
এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি ছিল, শুধু দলীয় পদ নিয়েই ব্যস্ত রয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। মানুষের কাছে পৌঁছনো নয়, দলের পদ কুক্ষিগত করতেই ব্যস্ত কার্যকর্তারা। সংগঠন নিয়েও দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তথাগত জানিয়েছিলেন, ‘সংগঠন ধরে রাখতে দলের নীতি ও প্রচারের নির্দিষ্ট কিছু বিষয় থাকা দরকার রয়েছে। বর্তমানে দলের কোনও মুখপত্র নেই। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা নেই কারোরই। কে সভাপতি, সাধারণ সম্পাদক এবং মণ্ডলের দায়িত্ব পাবেন সেটা নিয়ে ব্যস্ত সবাই।’