দুর্গাপুজো শেষ হতেই সারা বাংলাজুড়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করছে রাজ্যের শাসকদল তৃণমূল। একদিকে যেমন বিজয়ার সভাগুলি মানুষের সঙ্গে জনসংযোগ দৃঢ়তর করেছে, আবার একইসঙ্গে রাজ্য সরকারের সমস্ত পরিষেবামূলক কাজ, সরকারি প্রকল্প-সহ একগুচ্ছ দিককে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-কর্মীরা৷ সেই সঙ্গে এই বিজয়া সম্মিলনী মধ্যে দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও একবার যাচাই করে নিয়েছে দল।
প্রসঙ্গত, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজেদের সংসদীয় ক্ষেত্রে বিজয়া সম্মিলনী আয়োজন করেছিলেন৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশে বাংলার প্রতিটি জেলায়, ব্লকে, অঞ্চলে বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে বিজয়া সম্মিলনীর। উল্লেখ্য, সমস্ত ধরনের মানুষকেই শামিল করা হয়েছে এই কর্মসূচির মধ্যে৷ বিশিষ্ট নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়েছে৷ দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দল৷ জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলেই মেতে উঠেছেন উদযাপনে।