এবার কালীপুজোর মঞ্চে শ্যামাসঙ্গীত গাইলেন কুণাল ঘোষ। নিজেই এক্স হ্যান্ডেলে সেই গান গাওয়ার পোস্ট করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক। তাতে দেখা যায়, ‘আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন’ গান গাইছেন কুণাল। সঙ্গে বাজনা বাজছে। আর পেছনে হাত নেড়ে নেড়ে নাচ করছেন দুজন। ভিডিয়ো পোস্ট করে কুণাল লিখেছেন, মায়ের পায়ে জবা হয়ে…উদ্যোগের অনুষ্ঠান। শুভ দীপাবলি।
কুণালের গান বেশ উপভোগই করছেন নেটিজেনরা। তাঁরা সকলেই লিখেছেন, ভাল হয়েছে। আপাতভাবে ভিডিয়ো দেখে যেটা বোঝা যাচ্ছে তিনি কোনও মঞ্চে গাইছেন। আর শ্যামাসঙ্গীত যখন তখন তা কোনও কালীপুজোর বিচিত্রানুষ্ঠানেই হতে পারে।