ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে গুইনগাম্পের কাছে হেরে যায় ফরাসি লিগ কাপের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন পিএসজি।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় পিএসজি। বেলজিয়ামের ডিফেন্ডার তথা মুনিয়ের কর্নার থেকে গোল পায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
৮১তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। কঙ্গোর মিডফিল্ডার ইয়েনির সফল স্পট কিকে সমতায় ফেরে গুইনগাম্প। পিএসজির ডি-বক্সে ফরাসি মিডফিল্ডার মাঁকিস কোকোফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পিএসজিকে ছিটকে দেওয়া গোলটিও আসে পেনাল্টি থেকে। মাঁকিস থুরাম ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় গুইনগাম্প। নিজেই স্পট কিকে বল জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।