ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে কলকাতা বরাবরই দেশকে পথ দেখিয়েছে। এবার যখন অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে গেরুয়া শিবির যে ভাবে দেশজুড়ে হিন্দুত্বের জিগির তৈরি করতে চাইছে, তখন ফের গর্জে উঠতে চলেছে ‘সিটি অফ জয়’। আগামী ২২ জানুয়ারি, যে দিন রামমন্দির উদ্বোধনের কথা, সে দিনই কলকাতায় আয়োজিত হতে চলেছে ফ্যাসিবাদ-বিরোধী মহাসম্মেলন। জানুয়ারির ২২, ২৩ এবং ২৪ তারিখ— তিন দিন ধরে চলবে কর্মসূচি।
মূল অনুষ্ঠানটি হবে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বাকি অনুষ্ঠানগুলি কলেজ স্কোয়ারের আশপাশে। শহরের বিভিন্ন সভাগৃহে ফ্যাসিবাদ-বিরোধী সেমিনারের আয়োজন করা হবে। সব মিলিয়ে ২০০টি গণসংগঠন এই কর্মসূচিতে অংশ নেবে। উদ্যোক্তাদের দাবি, পুরো কর্মসূচি হবে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে। যার অগ্রভাবে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, লেখিকা অরুন্ধতী রায়, সমাজকর্মী মেধা পাটকরের মতো বুদ্ধিজীবীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক ব্যানার ছেড়ে তৃণমূল কর্মী-সমর্থকরাও ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে সামিল হবেন।