ফুটপাথবাসীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। এবার থেকে আর পথেঘাটে রাত কাটাতে হবে না ফুটপাথবাসীদের। তাঁরা আশ্রয় পাবেন নাইট শেল্টারে। এই মর্মে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিতে চলেছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নভেম্বরের শুরুতে এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে রাজ্যের তাপমাত্রা। মহানগরীতে ২-৩ ডিগ্রি কমেছে রাতের তাপমাত্রা। তাই শীতের প্রকোপের আগেই নিরাপদ স্থানে ফুটপাথবাসীদের ঠাঁই দিতে চাইছে কলকাতা পুরসভা। এই বিষয়ে ফিরহাদ বলেন, “শীতে আশ্রয়হীন মানুষ, যাদের মাথার উপর ছাদ নেই, যিনি ঠান্ডায় কাঁপছেন, তাদের কথা ভেবেই নাইট শেল্টার তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য। এই নাইট শেল্টার গুলিতে ৬০০-র বেশি মানুষ থাকতে পারবেন।”
পাশাপাশি, আরও সাতটি জায়গা পাওয়া গিয়েছে যেখানে আরও ১০০০ মানুষ একদম ভালোমতো থাকতে পারবেন বলে জানিয়েছেন ফিরহাদ। এই উদ্যোগ যাতে সফল হয় সেদিকে নজর দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নজর রাখার আর্জি জানান মেয়র। তিনি বলেন, “কলকাতা পুলিশের কাছে আমার অনুরোধ, যদি সন্ধ্যার পর কোনও গৃহহীন মানুষকে রাস্তায় দেখেন, তবে তাকে শেল্টারে পাঠানোর ব্যবস্থা করবেন। এই শীতে রাস্তায় থাকলে বিপদ হতে পারে। তাই তাদের নিরাপদ আশ্রয়ে পাঠাবেন।” সূত্রের খবর, রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে ইতিমধ্যেই রাজ্যে ৪২টি নাইট শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই আরও প্রায় ১৫টি আশ্রয় কেন্দ্র গড়ে তুলবে পুরসভা।