ইসকো জলপ্রকল্পের শিলান্যাসকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের হীরাপুরে নাকড়াসোতায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তুমুল বিক্ষোভ। তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ। ব্যাপক উত্তেজনা এলাকায়।
জানা গিয়েছে, হীরাপুরে নাকড়াসোতায় জলের লাইন দেওয়ার উদ্যোগ নেয় ইসকো। শুক্রবার সেই প্রকল্পের শিলান্যাস। স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দাবি, তাঁর অনুরোধেই এই প্রকল্প শুরু করেছে ইসকো। তাই শিল্যান্যাস অনুষ্ঠানেও উপস্থিত হন তিনি।
এদিকে ইতিমধ্যেই আসরে নামেন এলাকার তৃণমূল কাউন্সিলর অনুপ মাঝি। তাঁর দাবি, এটা ইসকোর প্রকল্প, তাই ইসকো কর্তৃপক্ষকেই এই কাজের শিলান্যাস করে দিতে হবে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে সামিল হবেন না। আর সেই দাবিতেই শুরু হয় বিক্ষোভও। গ্রামবাসীদের একাংশ অগ্নিমিত্রাকে কালো পতাকা দেখিয়ে ঘিরে রাখে বলেও অভিযোগ। চলতে থাকে স্লোগান। তার জেরে এখনও পর্যন্ত বিধায়ক গ্রামে ঢুকতে পারেননি বলেই জানা যাচ্ছে।
এদিকে অগ্নিমিত্রা পালের দাবি, তিনি এলাকার বিধায়ক, তাই তিনি গ্রামে ঢুকবেন। আর এই গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাসস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।