২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামে ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল রাজ্যের তৎকালীন শাসক দল সিপিএম। সে দিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাঁক নেতা-কর্মীর। তার পর থেকে প্রতিবছর ১০ নভেম্বর শহিদ দিবস পালন করে নন্দীগ্রামবাসী। আজ সেই মঞ্চ থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, চব্বিশে ফের কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এলেই বাংলার চোরেরা একে একে গ্রেপ্তার হবে। আর তার কিছুক্ষণ পরে ওই একই মঞ্চ থেকে পালটা শুভেন্দুকে গ্রেপ্তারির হুঁশিয়ারি দিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শুভেন্দুর পর ওই একই মঞ্চে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতারা। সেই মঞ্চে থেকেই কুণাল বলেন, ২০২৪-এ কেন্দ্রে বিকল্প সরকার গঠিত হলে শুভেন্দু নিজেই গ্রেপ্তার হবে। যে ইডি-সিবিআইয়ের বলে বলিয়ান হয়ে এত বড় বড় কথা বলছেন, সেই ইডি-সিবিআই-ই গ্রেপ্তার করবে শুভেন্দুকে।