সময় থাকতে পুলিশ শুধরে না গেলে পিটিয়ে সিধে করা হবে! প্রকাশ্য মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বৃহস্পতিবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত। সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতির নিদান, ‘দিন পরিবর্তন হচ্ছে। সময় থাকতে পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে করব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে’।
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিজেপির রাজ্য সভা্পতির এমন মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাম্প্রতিক অতীতে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে পাশে নিয়ে হুমকি দিয়েছিলেন জেলার এক নেতাও। এবার সুকান্তের কণ্ঠে সরাসরি পুলিশকে পেটানোর নিদান শুনে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোট যত এগিয়ে আসবে এই ধরনের মন্তব্যও ততই বাড়বে।