মোদী সরকারের আমলে নেই কোনও কর্মসংস্থান। দেশে বেকারত্বের হার ৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। দেশের ক্রমবর্ধমান বেকারত্বের হার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অমিত মিত্র। এক্স মাধ্যমে তিনি লেখেন, ‘আপনার বলা, সবকা সাথ, সবকা বিকাশ বড় তিক্ত শুনতে লাগছে। ২০২৩ এর অক্টোবর মাস যা ভারতবর্ষে প্রধানত উৎসবের মাস বলেই গণ্য হয় সেখানে ৪৭ মিলিয়ন মানুষ বেকার’।
অমিত মিত্রর ক্ষোভ, ৪৭ মিলিয়ন- যা স্পেনের মোট জনসংখ্যার আকার। আর সেই সংখ্যক মানুষ ভারতে বেকার অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধানমন্ত্রীকে অমিত মিত্রকে বিশ্ব ব্যাংকের রিপোর্টের কথা মনে করিয়েছেন।
২০২২ সালে ভারতে যুব বেকারত্বর রেকর্ড ছিল সর্বোচ্চ ২৩.২২ শতাংশ। সেই একই সময়ে যেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশের বেকারত্বের হার ছিল ১২.৯ শতাংশ এবং ভূটানে ছিল ১৪.৪ শতাংশ। এই পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অমিত মিত্র লেখএন, ‘কিসকা সাথ ( কার সঙ্গ দিচ্ছেন আপনি ), কিসকা বিকাশ (কার বিকাশ হচ্ছে ), দেশজুড়ে যে অমৃতকালের স্লোগান দেওয়া হচ্ছে এই অমৃতকাল আসলে কার’?