সুকুমার রায় লিখেছিলেন, “শিব ঠাকুরের আপন দেশে, আইনকানুন সর্বনেশে”। মোদী জমানায় এরই বাস্তবায়ন দেখছে দেশ। সম্প্রতি সরকারি নির্মাণকাজে প্রাচীন বাস্তুশাস্ত্রের প্রয়োগে তৎপর হয়েছিল মোদী সরকার। আর এবার ভগবান শ্রীকৃষ্ণের থেকে ম্যানেজমেন্টের পাঠ নেবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও এমবিএ কোর্সের পড়ুয়ারা। হ্যাঁ, পাঁচ বছরের এই বাণিজ্য বিভাগে, ভগবত গীতা, রামায়ণ, উপনিষদ ছাড়াও পড়ুয়াদের চাণক্য ও শ্রীকৃষ্ণের ম্যানেজমেন্টের পাঠ দেওয়া হবে।
জানা গিয়েছে, এই কোর্সে পড়ুয়াদের অষ্টাঙ্গ যোগ শেখানো হবে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে সাহায্য করবে। এই বিভাগটি গত মাস থেকে ২৬ জন শিক্ষার্থী নিয়ে নয়া এই কোর্স চালু হয়েছে। এই কোর্সটিতে ২২০ ক্রেডিটের ১০টি সেমিস্টার থাকবে এবং এতে একাধিক এন্ট্রি-এক্সিট সিস্টেম প্রয়োগ করা হবে। অর্থাৎ কেউ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিলে এক বছরে তাকে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে বিবিএ ডিগ্রি এবং পঞ্চম বছরে এমবিএ ডিগ্রি দেওয়া হবে।