মহুয়া ইস্যুতে নীরবতা ভাঙলেন অভিষেক। বুঝিয়ে দিলেন, কৃষ্ণনগরের সাংসদের পাশেই আছেন তিনি। তবে, বিজেপির তৈরি চক্রব্যুহ থেকে বেরনোর লড়াইটা তাঁর একার। আর এই লড়াইটা লড়তে হবে তাঁকেই।
দলীয় সাংসদের পাশে দাঁড়ালেও অভিষেক এদিন বুঝিয়ে দিয়েছেন, মহুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের জবাব তাঁকেই দিতে হবে। নিজের উদাহরণ তুলে ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমার মনে হয়, মহুয়াকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আমাকেও চার বছর ধরে নানাভাবে হেনস্তা করা হয়েছে। একের পর এক মামলায় ডেকেছে। একটা মামলায় না পারলে অন্য মামলায় ডেকেছে। এটাই এঁদের পদ্ধতি’।
মহুয়া ইস্যুতে এথিক্স কমিটির দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘এথিক্স কমিটির কাছে আরও অনেক অভিযোগ পড়ে রয়েছে। বিজেপি সাংসদ রমেশ বিধুরি সংসদে দাঁড়িয়ে অশ্রাব্য কথাবার্তা বলেছেন। সংসদের অপমান করেছেন। তাও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। মানুষ সব দেখছে’।