এক ঘণ্টার মধ্যে ইডি অফিস থেকে বেরিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেকের কাছে বেশ কিছু নথি চেয়েছিল ইডি। প্রায় ৬ হাজার পাতার নথি জমা দেন অভিষেক।
পরে বাইরে এসে তিনি বলেন, ‘ওরা ডেকেছিল আমি এসেছি। যা নথি চেয়েছে তাই জমা দিয়েছি। আমি আগেও বলেছি, যতবার আমাকে ডাকবে আমি আসব’।
বেলা ১১ টায় ইডি দফতরে তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক। ঠিক ১১টা ৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করে তাঁর কালো গাড়ি। বাড়ি থেকে বেরনোর সময় কাচ নামিয়ে গাড়ি থেকে হাত নাড়তেও দেখা যায় অভিষেককে।
একাধিকবার তলব করা হয় অভিষেককে। এর আগে গত অক্টোবর মাসেও তলব করা হয়েছিল তাঁকে। পরে আদালতের নির্দেশে প্রয়োজনীয় নথি পাঠানো হয় কেন্দ্রীয় সংস্থার অফিসে।