মঙ্গলবার ওয়াংখেড়েতে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানকে প্রায় একা হাতেই হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ইনিংসের মাঝে পায়ে প্রবল অস্বস্তি ও ব্যথা অনুভব করলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ম্যাক্সওয়েল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার ইনিংসের মধ্যে চোট পেলেও তিনি রানার নিতে পারবেন না। যে কারণে পুরো ইনিংসে কষ্ট সহ্য করেই খেলেছেন ম্যাক্সওয়েল। কোনও রানার নিতে পারেননি তিনি।
এই প্রসঙ্গে উঠে আসছে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তিনিও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। তবুও প্রচারে খামতি রাখেননি। হুইলচেয়ারে করেই পৌঁছে গিয়েছিলেন জনসভাগুলিতে। শেষপর্যন্ত ২০০-এরও বেশি আসনে জিতে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, আহত পায়ে মমতা যেমন ২০০ পেরিয়ে গিয়েছিলেন, তেমনই পায়ে চোট নিয়ে ২০০ পার করেছেন ম্যাক্সওয়েল। ইতিমধ্যেই এ নিয়ে তৈরি বিভিন্ন মিম ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।