এতদিন শুভেন্দু অধিকারীকেই নিশানা করে যাচ্ছিল তৃণমূল। এবার তাদের টার্গেটে বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারীও। কাঁথির সাংসদের ‘সম্পত্তিবৃদ্ধি’ নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। ওই চিঠি তিনি পাঠিয়েছেন ইডি এবং সিবিআইকেও।
উল্লেখ্য, খাতায়-কলমে শিশির এখনও তৃণমূলের সাংসদ। সেই তাঁকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় কুণাল জানান, ২০০৯ সালে সাংসদ হিসাবে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। ২০১১ সালে সেই সম্পত্তির পরিমাণ বেড়ে হয় ১৬ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে, ২০১২ সালে তিনি যখন মন্ত্রী হচ্ছেন তখন প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণ দেখানো হয় ১০ কোটি টাকা। এক বছরের মধ্যে সাংসদের সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ থেকে বেড়ে কী ভাবে ১০ কোটি টাকা হল তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। যদিও এ নিয়ে শিশিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।