সদ্যই কর্ণাটকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে কুর্সি দখল করেছে কংগ্রেস। আর তারপর থেকেই সেখানে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে চলেছে তারা। আগামী কয়েকদিনের মধ্যেই যেমন বিজেপি ও জেডি (এস)-এর বহু বিধায়ক, নেতা-কর্মী কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তবে কোনও রকম রাজনৈতিক প্রভাব ছাড়াই দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা হাত শিবিরে আসবেন বলে দাবি কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। গেরুয়া শিবিরের কায়দায় ‘অপারেশন হাত’-এর মতো রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্দারামাইয়া বলেন, ‘আগামী কয়েক দিনে বিজেপি ও জেডি (এস) থেকে বহু মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন। যার মধ্যে সাধারণ নেতা-কর্মীদের পাশাপাশি বর্তমান, প্রাক্তন বিধায়করাও রয়েছেন। শাসক দলের চাপ ছাড়াই তাঁরা কংগ্রেসে যোগ দিচ্ছেন।’ তাঁকে ‘অপারেশন হাত’ নিয়ে প্রশ্ন করা হলে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘অপারেশন হাত-এর কোনও প্রশ্ন ওঠেই না। যাঁরা দলে যোগ দিতে চান আমরা তাঁদের স্বাগত জানাব। না কোনও ‘হাত’ হচ্ছে না কোনও অপারেশন। যাঁরাই আসছেন তাঁরা আমাদের দলের নেতৃত্ব ও আদর্শকে দেখেই আসছেন। সে তাঁরা বিজেপি থেকেই আসুক বা জেডি (এস) থেকে। আমরা কি তাঁদের না বলতে পারি?’