ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর সেই সম্মান প্রাপ্তির ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে ক্রমশই চরমে উঠেছে বিজেপির অন্তর্কলহ। ‘উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজেকে বিজেপি প্রমাণ করার জন্য বারবার রবীন্দ্রনাথকে অপমান করেছেন’ বলে অভিযোগ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। এমনকী উপাচার্য বিশ্বভারতী ছেড়ে যাওয়ার পর শান্তিনিকেতনকে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে পরিষ্কার করারও ডাক দিয়েছেন তিনি।
অনুপমের এমন মন্তব্যের পরই নাম না করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘উপাচার্যকে অপমান করা বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে না। দলে থেকে এই সব করা যাবে না। কারও না পোষালে দল থেকে বেরিয়ে যেতে পারেন।’ শমীকের ওই মন্তব্যের পরই শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটে তৃণমূলের অবস্থান মঞ্চে পৌঁছন বিজেপি নেতা অনুপম। তৃণমূলের ধর্না মঞ্চে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করার পাশাপাশি তৃণমূলের নেতা, কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। তারপরই বিশ্বভারতী জুড়ে জন্ম নিয়েছে নয়া গুঞ্জন, তৃণমূলে ফিরছেন অনুপম হাজরা? যদিও সরাসরি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি অনুপম। তবে এমন সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক পর্যবেক্ষকরা।