ইউনেস্কো শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করার পর সেই সম্মান প্রাপ্তির ফলকে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকলে ভাল হতো বলেই তাঁর মত। ডায়মন্ড হারবারে একটি পুরনো মামলায় আজ, মঙ্গলবার ডায়মন্ডহারবার মহকুমার আদালতে হাজির হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৃথক অবস্থানই বজায় রাখলেন তিনি।
একদিন আগেই রাজভবন থেকে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ফলক বিতর্ক নিয়ে বলেছেন, এটা নিয়ে বিতর্ক হওয়ার কিছু নেই। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী। আর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাই এমন ফলক বসেছে। বিশ্বভারতী তো গোটাটাই জুড়ে আছেন কবিগুরু। তিনি তো বিশ্বকবি। তাঁকে একটা জায়গায় কি আটকে রাখা যায়? বিজেপি রাজ্য সভাপতির এমন মন্তব্য এবং তারপর বিজেপি সাংসদের পৃথক অবস্থানে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়ছে সংগঠন বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শান্তিনিকেতন ট্রাস্ট থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্যের বিরুদ্ধে। পাল্টা মামলা করা হয়েছে বিশ্বভারতীর তরফে। এমন অবস্থায় দিলীপ ঘোষের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার বিষয়টি নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই বিষয়ে তো আমাদের কিছু করার নেই। এটা কেউ একা ঠিক করেন না। একটা কমিটি সিদ্ধান্ত নিয়ে ঠিক করে। আমরাও বলেছি, রবি ঠাকুরের নাম থাকলে ভাল হতো।’