সোমবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্যের গোয়েন্দা বিভাগের প্রধান তথা এডিজি সিআইডি রাজশেখরণ। পরে আইন মন্ত্রী মলয় ঘটককে বৈঠকে ডেকে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ২৪ ঘন্টার মধ্যেই এবার বদলি করা হল কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটরকে(পিপি)। শ্বাশত গোপাল মুখোপাধ্যায়ের পরিবর্তে ওই পদে আনা হল দেবাশিস রায়কে।
একই সঙ্গে সরানো হতে পারে হাইকোর্টে রাজ্য সরকারের বর্তমান এজি তথা অ্যাডভোকেট জেনারেলকেও। বর্তমানে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হলেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। একটি সূত্রের দাবি, মঙ্গলবার সকালে তিনি তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সৌমেন্দ্রনাথবাবুর পরিবর্তে পুনরায় অ্যাডভোকেট জেনারেল করা হতে পারে কিশোর দত্তকে। তা ছাড়া আলোচনায় উঠে আসছে আরও বেশ কয়েকটি নাম।