‘কাল আমি মরে গেলে দেখবেন যারা আমার নামে গালি দেয় তারা প্রথম মালা নিয়ে ঢুকবে, একটাকেও ঢুকতে দেবে না। আমি বলে গেলাম।আমি নিজের নামে কিচ্ছু করিনি, স্টেডিয়ামও করিনি।’ সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনী থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি। বাংলার আবাস যোজনার টাকা দেয়নি। আবার এখন বলছে ঘর ঘর মে জল। আমরা ৪০ শতাংশ দিই, ওরা ৬০ শতাংশ দেয়। তাতেও বলে সব ওরা করছে। যদি ইসরো যদি কিছু করে তাতেও বলে ওরা করেছে। আমি যদি মুখ খুলি, তাহলে, আমি চাই না আমার কোনও কথা নিয়ে বিদেশে আমার দেশের বদনাম হয়’। মমতার আরও বক্তব্য, ‘আমি মুখ্যমন্ত্রী হিসাবে এক টাকাও নিই না। আমি কেন্দ্রের মন্ত্রী ছিলাম, সেখান থেকে পেনশন নিই না। আমি সাংসদ হিসাবেও পেনশনের টাকা নিই না। আমার যা রোজগার তা ওই বই বিক্রি করে রয়ালটি থেকে যা পাই। যদি সব কিছু নিতাম তাহলে আমার তো এখন ৪০/৫০ কোটি টাকা জমানোর কথা।’