রবিবার ছিল বিরাট কোহলির জন্মদিন। আর সেই দিনেই ইডেন গার্ডেনে ভারত-সাউথ আফ্রিকা ম্যাচে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন তিনি। ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রেখেছে ভারতও। আর দেশের এই ধারাবাহিক জয়ের পিছনে রাজনীতিকে টেনে এনেছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইডেনে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়ার পর বাংলার রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ভাবনা সকল ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াক্ষেত্রও ব্যতিক্রম নয়। অর্থাৎ ভারতের জয়ের কৃতিত্ব ঘুরিয়ে প্রধানমন্ত্রীকেই দিয়েছেন রাজ্যপাল। তার পালটা তৃণমূল সাংসদ সাকেত গোখলের খোঁচা, ‘তাহলে কি কোহলির ‘বিরাট’ সেঞ্চুরির কৃতিত্বও মোদীর প্রাপ্য?’
বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “ভারত আবার প্রমাণ করল, আমরা দ্বিতীয় নয়। নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের ভাবনা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াক্ষেত্রও ব্যতিক্রম নয়। গোটা বিশ্বের কাছে আমরা এটা প্রমাণ করে দিয়েছি যে ভারত আত্মনির্ভর। এটা দেশের সকলের জয়। ভারতের জয় বাংলার মানুষেরও জয়।” রাজনৈতিক মহলের দাবি, ঘুরিয়ে টিম ইন্ডিয়ার জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রীকেই দিতে চেয়েছেন আনন্দ বোস। রাজ্যপালের এহেন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর খোঁচা, ‘ভারতের জয়, বিরাটের শতরানের কৃতিত্বও নিশ্চয়ই মোদীর? আর কত নিচে নামবেন বাংলার রাজ্যপাল!’