মাস কয়েক আগেই বেহালায় লরির ধাক্কায় প্রাণ গিয়েছিল বড়িশা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রের। এবার ফের ভয়াবহ দুর্ঘটনা ঘটল সেখানে। ঠাকুরপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল একটি যাত্রীবাহী বাস। পিছনে থাকা একটি লাক্সারি বাস ধাক্কা মেরেছিল যাত্রীবাহী বাসটিকে। জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল ২৩৫ নম্বর বাসটি। ঠাকুরপুকুর ৩-এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস ধাক্কা মারে। এমন আচমকা ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসটি সামনের দুটি চারচাকা গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায়। সকালের ব্যস্ত সময়ে এমন ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। পরে তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। ২৩৫ নম্বর বাসটি যে দুটি ছোট গাড়িকে ধাক্কা মারে, তারমধ্যে একটি পুলিশের গাড়ি। বাসের প্রায় ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা গেছে।
সকালবেলা কাকদ্বীপ-ডায়মন্ডহারবার রুটের লাক্সারি বাসটি ঠাকুরপুকুর ৩-এ বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ২৩৫ নম্বর রুটের বাসটিকে ধাক্কা মারে। রাস্তার ধারেই প্রতিদিনের মতো পসরা সাজিয়ে বসেছিলেন এক ফল বিক্রেতা। তাঁর কাছে ফল কিনছিলেন একজন। যাত্রীবাহী বাসটির ধাক্কায় দুজনেই গুরুতর জখম হয়েছেন। রাস্তার ধারে কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছে। দুর্ঘটনায় জখম হন সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকও। পুলিশ আহত ১৫ জনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠায়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।