এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল বাংলার শাসকদল তৃণমূল। ইতিমধ্যেই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। প্রসঙ্গত, গত শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন,”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” অর্থাৎ, মোদীর ঘোষণার অর্থ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যা কিনা কোভিড পরবর্তী সময়ে দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুরু হয়েছিল, তা ২০২৯ সাল পর্যন্ত চলবে।
এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সাকেত গোখলের বক্তব্য, এটা একটা সরকারি ঘোষণা। যা হওয়া উচিত সরকারি স্তরে। যে কোনও জায়গা থেকে যে কোনও মন্ত্রী এটা করতে পারতেন। কিন্তু প্রধানমন্ত্রী সেটা করলেন ছত্তিশগড়ের একটি ভোটপ্রচারের সভায়। আদর্শ আচরণবিধি অনুযায়ী, ভোট ঘোষণা হয়ে গেলে কোনও রাজ্যে এই ধরনের সরকারি প্রকল্পের ঘোষণা করা যায় না। এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন। তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনকে চিঠি লিখেছেন।
বস্তুত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মোদীর এ হেন ঘোষণায় আপত্তি তুলেছে প্রায় সব বিরোধী দলই। তাদের বক্তব্য, ভোটমুখী রাজ্যে এভাবে প্রকল্প ঘোষণা সম্পূর্ণই বিধিবিরুদ্ধ।