ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রয়েছে। এরই মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে বাংলায় পর্যাপ্ত সার না পাঠানোর অভিযোগ উঠল। আলু চাষের জন্য প্রয়োজন ৫ লক্ষ মেট্রিক টন। অথচ মাত্র ২৬,১০৭ মেট্রিক টন পাঠিয়েছে কেন্দ্র। আগের মজুত মিলিয়ে এখন রাজ্যে রয়েছে মোট ৫৪ হাজার মেট্রিক টন এনপিকে (১০:২৬:২৬) সার। ফলে আলু চাষ নিয়ে যথেষ্ট চিন্তায় রাজ্য সরকার। নবান্নের অভিযোগ, যে পরিমাণ সার পাঠানোর কথা তার তিনভাগের মাত্র এক ভাগ পাঠানো হয়েছে। ফলত, বাকি সার না পাঠানো হলে রাজ্যের আলু চাষীরা যে বড় সমস্যায় পড়বেন, তা বলাই বাহুল্য।
এবিষয়ে রাজ্যের কৃষি দফতরের অভিযোগ, অনুমোদন থাকা সার পাঠানো হচ্ছে না। এ নিয়ে চিন্তিত তারা। একইসঙ্গে সারের কালোবাজারি হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে দিল্লিতে রাজ্যের কৃষি দফতরের আধিকারিকরা কেন্দ্রের অধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তাঁরা এ রাজ্যের আলুচাষীদের সার নিয়ে সমস্যার কথা তুলে ধরেছিলেন। এরপর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজোর আগে ফের সারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। কিন্তু, পুজো শেষ হয়ে যাওয়ার পরেও এখনও সার পাঠানোর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রের তরফ থেকে। যা ঘিরেই সূত্রপাত হয়েছে বিতর্কের।