মরু রাজ্যে এবার কোনও ভাবেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছে না বিজেপি। এই নিয়ে গোষ্ঠী কোন্দলের আশঙ্কাও রয়েছে দলে। সব মিলিয়ে পদ্মের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর এরই মধ্যে বসুন্ধরা রাজের গলায় ‘সন্ন্যাসে’র সুর। ঝোলোয়ারে একটি সভায় ছেলে দুশ্যন্ত সিংয়ের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। বললেন, ‘মনে হচ্ছে, আমি এখন অবসর নিতে পারি।’
বসুন্ধরার ছেলে দুশ্যন্ত ঝালোয়ারের সাংসদ। সেখানে দলীয় সভায় ছেলের বক্তব্যের পর রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘ছেলের বক্তব্য শোনার পর মনে হচ্ছে, আমি এবার অবসর নিতে পারি। আপনারা ওকে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তুলেছেন। আমার সাহায্যের প্রয়োজন নেই।’ তবে ছেলের গুণ গেয়ে অবসরের কথা বললেও আগামী বিধানসভা ভোটেও প্রার্থী হচ্ছেন বসুন্ধরা। ঝালোয়ার বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে শনিবার মনোনয়ন জমা দিয়েছেন তিনি।