বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার আলিপুরদুয়ারের জেলাশাসক দপ্তরে তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। নিয়োগটি সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, যে সকল চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে দেওয়া হলেও পরবর্তীকালে এই বেতনে পরিমাণ বাড়তে থাকবে।