আমরা নির্বাচিত নই। তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাঁর বক্তব্য, ‘গণতান্ত্রিক পরিকাঠামোয় বিচারব্যবস্থা নির্বাচিত শাখা নয়। গণতন্ত্রের নির্বাচিত শাখার গুরুত্ব অনেক। আমি সেটাকে ছোট করছি না। নির্বাচিত প্রতিনিধিদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়। এক্সিকিউটিভ শাখাকে সংসদের কাছে জবাবিহি করতে হয়। আমি দেশের প্রধান বিচারপতি হিসেবে এই ব্যবস্থাকে সম্মান করি। তবে এটাও বোঝা উচিত যে বিচারপতিদের ভূমিকা কী। আমরা নির্বাচিত নই। তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি।’
বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, ‘আমাদের সমাজ সংবিধান দ্বারা চালিত। আদালত সেই মূল্যবোধকে রক্ষা করার দায়িত্ব পালন করে। অনেক সময়ই আমরা সময়ের আগে চলে যাই। যেমন পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সময়ের থেকে এগিয়ে। সমলিঙ্গে বিবাহের ক্ষেত্রেও আমার রায় বর্তমান সময়ের থেকে এগিয়ে। আমি সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতার পক্ষে রায় দিয়েছিলাম। তবে আমার তিনজন সহকর্মী আমার সঙ্গে সহমত পোষণ করেননি। এটাই বিচার ব্যবস্থার প্রক্রিয়া। এবং আমি এটাকে সম্মান করি। সংখ্যাগরিষ্ঠ আমার মতের সঙ্গে অমত প্রকাশ করেছে বলেই আমি সেটার সমালোচনা করব না।’ তাঁর মতে, ‘বিচারপতিরা এটা দেখেন না যে রায়ের ফলে সমাজ কীভাবে প্রতিক্রিয়া দেবে। এটাই নির্বাচিত প্রতিনিধিদের থেকে বিচারপতিদের পার্থক্য।’