দলের প্রাক্তন রাজ্য সভাপতি। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সহ সভাপতি। তবে দলের অন্দরে কার্যত কোণঠাসা। কিন্তু দলের অন্দরে আদি বিজেপির নেতাদের মধ্য়ে যে নামটা সবার আগে আসে তিনি আর কেউ নন দিলীপ ঘোষই।
সামনেই লোকসভা নির্বাচন। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ কি ফের টিকিট পাবেন? এনিয়ে ইতিমধ্য়েই দলের অন্দরে নানা কথা চলছে। জল্পনাও ছড়াচ্ছে। তবে স্থানীয় স্তরে অবশ্য় এখনও মেদিনীপুরে বিজেপির অন্দরে অনেকেরই পছন্দের প্রার্থী দিলীপ ঘোষই। তৃণমূলের বিরুদ্ধে জোরদার লড়াই চালাতে দিলীপ ঘোষের বিকল্প কতজন রয়েছেন তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন রয়েছে।
বুধবার ছিল জেলাস্তরে বিজেপির বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন তাবড় জেলা নেতৃত্ব। ছিলেন দিলীপ ঘোষও। সেখানে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত জানালেন, এবারের লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষই।
দাঁতন ১ ব্লকের তররুই পঞ্চায়েতের কোটপাদাতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। নারায়ণগড় ব্লকের তুতরাঙা পঞ্চায়েতেও ছিল বিজয়া সম্মিলনী। নারায়ণগড় ৩ মণ্ডলের সভাপতি তপন কুইলা এদিন রাখ ঢাক না করেই বলে ফেলেন, এই কেন্দ্রে ফের দিলীপদাই প্রার্থী হবেন। তাঁকে বিপুল ভোটে জেতাতে হবে। সম্মেলন থেকেই এই শপথ নিতে হবে আমাদের। জেলা সভাপতি সুদাম পণ্ডিত জানান, আমরা আবার মেদিনীপুরের সাংসদ হিসাবে প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখতে চাই।