ফের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। শুক্রবার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।”
পাশাপাশি, কুণালের আরও অভিযোগ, ”বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন।” উল্লেখ্য, বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, “কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।” এর জবাবে শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের নথি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তা নিয়েও কটাক্ষ করেন কুণাল ঘোষ। আর শুক্রবার তিনি ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের বেনিয়ম ফাঁস করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র। এখন পরিস্থিতি কোন অভিমুখে এগোয়, সেদিকেই তাকিয়ে রাজনীতির কারবারিরা।