তেলেঙ্গানার বিধানসভা ভোটের মুখে অনেকটাই স্বস্তিতে কংগ্রেস। ভাই তথা অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বিজেপি ঘনিষ্ঠ হলেও দিদি ওয়াই এস শর্মিলা কংগ্রেসের পাশেই দাঁড়ালেন। সেই সঙ্গে শুক্রবার ঘোষণা করেছেন, ‘আসন্ন বিধানসভা ভোটে বিরোধী ভোট কাটাকুটি রুখতেই কংগ্রেসকে সমর্থন জানাবেন। সেই সঙ্গে ভোটে তাঁর দল ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি কোনও প্রার্থী দাঁড় করাবে না।’
কয়েক মাস ধরেই অবিভক্ত অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএসআর রেড্ডির কন্যা ওয়াইএস শর্মিলার দল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে বলে জোর জল্পনা চলছিল। দিল্লিতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন তিনি। কিন্তু তেলেঙ্গানার দলীয় নেতৃত্বের চাপে শর্মিলাকে দলে নিতে পারেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আর তাতেই চটে গিয়ে আসন্ন বিধানসভা সভা ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি সব আসনে প্রার্থী দাঁড় করাবে বলে ঘোষণাও করেছিলেন শর্মিলা।
তবে নিজের ঘোষণা থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে এদিন তিনি বলেন, ‘কে চন্দ্রশেখর রাওয়ের অপশাসন থেকে তেলেঙ্গানাবাসী মুক্তি চায়। বিরোধী ভোট ভাগাভাগি করে শাসকদল ভারত রাষ্ট্র সমিতিকে (বিআরএস) সুবিধা করে দিতে চাই না। তাই নিজেদের স্বার্থের কথা না ভেবে কেসিআরের পরাজয় সুনিশ্চিত করতে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। কেননা, কংগ্রেসের রাজ্যে শাসন ক্ষমতায় আসার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।’ উল্লেখ্য, এর আগে তেলেঙ্গানা জন সমিতিও আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছিল।