বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন, রেশন দুর্নীতির সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বা তাঁর পরিবারের কেউ জড়িত থাকতে পারেন। সেই নিয়ে গতকালই নওশাদকে একহাত নিয়েছিলেন তৃণমূল বিধায়ক।
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শওকত বলেছিলেন, কিছু প্রমাণ করতে পারলে রাজনীতিতে থেকে স্বেচ্ছায় বিদায় নেবেন তিনি। এ নিয়ে শুক্রবার ফের মুখ খুললেন শওকত। তিনি বলেন, ‘নওশাদ বর্তমানে মানুষের থেকে বিচ্ছিন্ন। আমি কি খাদ্যমন্ত্রী ছিলাম নাকি খাদ্য দফতরে চাকরি করতাম? খাদ্য দফতরের সঙ্গে আমার কী যোগ? উনি যা বলছেন, হিম্মত থাকলে তা প্রমাণ করুন। এতটুকু প্রমাণ করতে পারলে, নাকখত দিয়ে রাজনীতি ছেড়ে চলে যাব। নাহলে, উনি নাকখত দিয়ে বাংলার মানুষের থেকে ক্ষমা চান। উনি আসলে বর্তমানে একজন অস্তিত্ববিহীন নেতা।’