বেহালায় সন্ধান মিলল নতুন প্রজাতির পতঙ্গের। পোকাটি ফাইটোফ্যাগাস বিটল জাতীয়। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট যৌথভাবে গবেষণা চালিয়ে এই পতঙ্গটির অভিনবত্বের প্রমাণ পায়। তাঁদের দাবি, বিটল জাতীয় পতঙ্গটির হদিশ দেশের অন্যত্র এখনও মেলেনি। তাই মহানগরীর নামেই ‘মালাদেরা কলকাতাইনিস’ নামকরণ করা হয়েছে নতুন এই পতঙ্গের। জানা গেছে, আট বা নয়ের দশক থেকে জেডএসআইয়ের গবেষণাগারের ‘ন্যাশনাল জুলজিকাল কালেকশন’-এ বিরল প্রজাতির এই পতঙ্গটি সংরক্ষিত ছিল। সম্প্রতি দেবিকা ভুঁইয়া, দেবাংশু গুপ্তা, শুভঙ্করকুমার সরকার ও ডার্ক আহরেন্স বিটলটি নিয়ে কাজ করছিলেন। নতুন প্রজাতির কোনও পতঙ্গের খোঁজ মিললে স্থানীয় অবস্থান অনুসারেই নামকরণ করা হয়ে থাকে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কলকাতা ছাড়া সেই অর্থে এখনও দেখা মেলেনি। তাই কলকাতার নামেই করা হয়েছে এর নামকরণ।
উল্লেখ্য, মূলত কৃষিকাজে সাহায্য করে থাকে এই ধরনের পতঙ্গ। তবে নয়া প্রজাতির এই পতঙ্গটি কৃষি কাজে উপকারী ভূমিকা নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে কলকাতার মতো জনবহুল শহর থেকে এধরনের আবিষ্কার খুবই আশাব্যঞ্জক বলেই জানিয়েছেন জেডএসআইয়ের অধিকর্তা অধ্যাপক ধৃতি বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, জীববৈচিত্র্য অবলুপ্ত হয়ে যাচ্ছে। বিপরীতে নতুন প্রজাতিরও সন্ধান পাওয়া যাচ্ছে। ‘মালাদেরা কলকাতাইনিস’ তার জ্বলন্ত উদাহরণ। জানা গেছে, সারা বিশ্বে এই ফাইটোফ্যাগাস জাতীয় পতঙ্গের ৪৫০০ প্রজাতি আছে। ভারতে এখনও পর্যন্ত ৬৮২টি প্রজাতির সন্ধান মিলেছে। এর বেশিরভাগই হিমালয় ও দেশের দক্ষিণ অঞ্চল থেকে প্রাপ্ত। তবে কলকাতার বুকে এই ধরনের পতঙ্গের খোঁজ এই প্রথম বলেই জানা গিয়েছে।