সাম্প্রতিককালে আনসারুল্লা বাংলা টিম থেকে আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের মতো জঙ্গি সংগঠন রাজ্যে জাল বিস্তার করছে বলে খবর পেয়ে লাগাতার অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ২০২২ সালে পরপর তিনবার অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে তারা। এবার তারই স্বীকৃতি মিলল। জঙ্গিদমন অভিযানে সাফল্যের জন্য কলকাতা পুলিশকে বিশেষ স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
জানা গিয়েছে, যেভাবে তল্লাশি চালিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, সেই জন্যই মমতার পুলিশকে এই স্বীকৃতি দিচ্ছে শাহর মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের ‘স্পেশাল অপারেশন অ্যাওয়ার্ড ২০২৩’ পাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ-এর ১০ জন অফিসার। পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন, যুগ্ম কমিশনার ভি সলেমন নিসাকুমার, ডি সি হরেকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, দেবাশিস রাউথ, কনস্টেবল আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি ও সৌম্যজিত দাস।