আচমকাই ছড়াল আতঙ্ক। লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘ? পায়ের ছাপ ঘিরে শুরু হয়েছে জল্পনা। কার্যত ভয়ে কাঁপছেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে রামগঙ্গা রেঞ্জের ধনচি ফরেস্টের আশপাশ এলাকার বাসিন্দারা। সতর্ক রাজ্য বনদফতর। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগরে রামগঙ্গা রেঞ্জের ধনচি ফরেস্টের আশপাশ এলাকায় দক্ষিণ রায়ের ঘুরে বেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বনদফতর।
এপ্রসঙ্গে রামগঙ্গার রেঞ্জার কবীর হোসেন জানান, গত দু’এক দিন ধরেই শ্রীধরনগর গ্রামের বাসিন্দারা বাঘের আনাগোনা টের পাচ্ছিলেন। বাঘের পায়ের ছাপও দেখতে পান তাঁরা। খবর পেয়ে বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বৃহস্পতিবার রাত জেগে পাহারায় থাকেন তাঁরা। গ্রামের চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাঘটিকে খাঁচাবন্দি করতে জঙ্গলের কাছেই দুটি খাঁচা পাতা হয়েছে। তাতে দেওয়া হয়েছে ছাগলের টোপ। যদিও বাঘের ধরা পড়বার খবর মেলেনি এখনও।