দিন কয়েক আগেই তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সে রাজ্যের স্ট্যালিন সরকার। এবার সে পথে হা়ঁটল কেরালার সিপিএম সরকারও। রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করল তারা।
কেরালার পিনারাই বিজয়ন সরকারের তরফে সর্বোচ্চ আদালতে বলা হয়েছে, রাজ্যপাল আরিফ মহম্মদ খান সংবিধানের উল্টো পথে হাঁটছেন। তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিলে সম্মতি না দেওয়ায় সরকারি কাজ বিঘ্নিত হচ্ছে। তিন বছরের বেশি সময় বিলগুলি রাজভবনে আটকে আছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলটি অত্যন্ত গুরত্বপূর্ণ। এছাড়া মুখ্যমন্ত্রীকে লোকাউক্তের তদন্তের আওতায় বাইরে রাখার বিলটিতেও সম্মতি দিচ্ছেন না রাজ্যপাল। তৃতীয় বিলটি আটকে থাকায় ক্ষতির মুখে পড়েছে রাজ্যের সমবায় ব্যবস্থা।
উল্লেখ্য, তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সেখানের ডিএমকে সরকারের মামলার বিষয়ও একই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বক্তব্য, রাজ্যপাল ১২টি বিল আটকে রেখেছেন। যেগুলিতে সম্মতি দিচ্ছেন না। বাতিলও করেননি। ফলে রাজ্য সরকারের কাজকর্ম পণ্ড হয়ে যাচ্ছে। তিরুবনন্তপূরমে একই অভিযোগ করেছেন কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।