গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর মমতার নাম করে সোশ্যাল মিডিয়ায় নিশানা করেন শুভেন্দু। এবার শুভেন্দুর ওই পোস্টের পাল্টা দিল তৃণমূল। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতাকে খোঁচা দিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘সন্দেহ সব সময় অপরাধীর মনকেই তাড়া করে।’
কুণাল লিখেছেন, ‘বিরোধী দলনেতার এমন উন্মত্ত প্রতিক্রিয়ার কারণ হল ভয় এবং অপরাধবোধ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কারও নাম করে কোনও অভিযোগ করেননি। কোনও ব্যক্তিকেও চিহ্নিত করেননি। তবুও শ্রী অধিকারী তাঁর আয়কর নথি টুইট করেছেন।’ কুণালের প্রশ্ন, ‘কিছু ফাঁস হওয়ার ভয় না থাকলে কেন তিনি (শুভেন্দু) এমন উন্মত্ত প্রতিক্রিয়া জানাবেন? নিজেকে নির্দোষ প্রমাণ করতে এক জন নেতা কেন এতদূর যাবেন? কী লুকোতে তিনি মরিয়া?’